জিয়নবিডি-ই বাংলাদেশের একমাত্র ওয়েব হোস্টিং কোম্পানি যার ইউএসএ এবং ইউরোপ ছাড়াও ২০১৩ সাল থেকে বাংলাদেশে আছে নিজেস্ব টিয়ার থ্রি ডাটাসেন্টার।
২০১৭ সালে এসে জিয়নবিডির বাংলাদেশের নিজেস্ব টিয়ার থ্রি ডাটাসেন্টারটি এখন আরও উন্নত ও আধুনিক। জিয়নবিডির বাংলাদেশে ডাটাসেন্টার থেকে আপনি পেতে পারেন শেয়ারড এসএসডি সিপ্যানেল হোস্টিং, শেয়ারড এসএসডি সিপ্যানেল আনলিমিটেড হোস্টিং, শেয়ারড সিপ্যানেল এসএসডি রেসেলার হোস্টিং, ক্লাউড সার্ভার হোস্টিং, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড সার্ভার হোস্টিং, ইমেইল সার্ভার হোস্টিং, এপ্লিকেশন সার্ভার হোস্টিং ইত্যাদি।
জিয়নবিডি-র বাংলাদেশে ডাটাসেন্টারে ব্যবহৃত হচ্ছে আধুনিক এবং উন্নত নেটওয়ার্ক ব্যবস্থা এবং জিয়নবিডি দিচ্ছে তাঁদের বাংলাদেশ ডাটাসেন্টারে ৯৯.৯৯% নেটওয়ার্ক আপটাইম নিশ্চয়তা।
এছাড়াও আমাদের ডাটাসেন্টার নেটওয়ার্ক বিডিআইএক্স এর সাথে যুক্ত থাকায় অতি সহজেই বাংলাদেশী ইউজাররা ক্ষেত্রবিশেষে নির্বিঘ্নে ১০০ এমবিপিএস থেকে ১০ জিবিপিএস পর্যন্ত স্পীডে আমারদের ডাটাসেন্টার থেকে তথ্য আদান প্রদান করতে পারেন। শুধু তাই নয় জিয়নবিডি বাংলাদেশ ডাটাসেন্টারের নেটওয়ার্ক ব্যবস্থা সুদূর সিঙ্গাপুর এবং ইউকে পর্যন্ত বিস্তারিত হওয়ায় দেশের বাহিরে থেকেও যাতে ইউজাররা নির্বিঘ্নে জিয়নবিডি বাংলাদেশ ডাটাসেন্টারের সাথে তথ্য আদান প্রদান করতে পারেন সে ব্যাপারেও জিয়নবিডির রয়েছে বিশেষ বাবস্থা।
যার ফলে আপনি যদি বাংলাদেশ ভিত্তিক অথবা বাংলাদেশের বাহিরেরও অনলাইন ব্যবসা পরিচালনা করে থাকেন (যেমন, অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন শপিং, লোকাল কাস্টমার বেজ যে কোন ব্যবসা ইত্যাদি) তাহলে জিয়নবিডির বাংলাদেশে ডাটাসেন্টার হতে পারে আপনার ব্যবসার সফলতার একমাত্র এবং অন্যতম মাধ্যম।
Leave a Comment