আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেটি হল- কেন আপনার বিজনেস ওয়েবসাইট অথবা আপনার নিজস্ব সাইটের জন্য এসএসডি (SSD) হোস্টিং থাকা জরুরী?
এসএসডি (SSD) এর পূর্ণরূপ হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। এটা হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির স্টোরেজ ডিভাইস। বর্তমানে এই ধরনের ডিভাইস উচ্চমানের ডেক্সটপ এবং ল্যাপটপ এ ব্যবহার করতে দেখা যায়। তাছাড়া এর ব্যবহার হোস্টিং প্রতিষ্ঠানগুলো, এবং বৃহৎ সংস্থাগুলোতে তথ্য সংরক্ষণের জন্য বেশি দেখা যায়।
আজকের পোস্টটিতে আমি আপনাদের হার্ডড্রাইভ এবং এসএসডি (SSD) এর মধ্যে পার্থক্য দেখাব। এবং তারা কিভাবে অনলাইন যাত্রা কে প্রভাবিত করে সেটি সম্পর্কে বলার চেষ্টা করবো।
সাধারন স্পিনিং হার্ড ড্রাইভ আপনার কম্পিউটার এর অপরিবর্তনীয় সংরক্ষণ ব্যবস্থা। এই সংরক্ষণ ব্যবস্থায় আপনি যদি আপনার সিস্টেমকে বন্ধও করেন তবুও কিছু তথ্য জমা হয়ে থাকে। এটির গতি অনেক কম এবং দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পায়। হার্ডড্রাইভ এর একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি আপনার তথ্য সংরক্ষণের জন্য একটি ধাতব চাকতি তে চুম্বকের প্রলেপের মাধ্যমে তৈরি হয়ে থাকে। এর মাধ্যমেই বিগত শতাব্দীর আবহাওয়া তথ্য অথবা সঙ্গীত এর মতো ব্যাপারগুলো সংরক্ষণ করা হতো। তথ্যগুলো পাঠ অথবা লিখার জন্য একটি বাহুর মতো বস্তু কাজ করত, যখন সেই ধাতব চাকতি টা চলমান থাকত।
অন্যদিকে এসএসডি (SSD) মোটামুটি একি রকম, যেমন কিনা সাধারন হার্ডড্রাইভ হয়ে থাকে। কিন্তু এটিতে তথ্যগুলা একটি ফ্লাশ মেমোরিতে সংযুক্ত থাকে যাতে করে যখন কোন পাওয়ার এর উপস্থিতি না থাকে এটি তথ্যগুলো ধারন করতে পারে। চিপগুলো স্থায়ীভাবে মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকতে পারে, PCI express কার্ড এর মাধ্যমেও থাকতে পারে, অথবা একটি বক্সের মধ্যও থাকতে পারে যেটি কিনা ডিভাইস এর স্লট এর উপর ভিক্তি করে আকারে তারতম্য দেখা যায়। এই ফ্লাশ মেমোরি অনেক ধরনের হয়ে থাকে যার ফলে USB thumb ড্রাইভে ব্যবহার করা যেতে পারে। এইগুলা সাধারণত বেশি বিশ্বাসযোগ্য এবং দ্রুতগতির হয়ে থাকে। সমপরিমাণ তথ্য সংরক্ষণের ক্ষমতা সম্পন্ন এসএসডি (SSD), সাধারন USB thumb ড্রাইভ থেকে বেশি ব্যবহুল।
এসএসডি (SSD) তুলনামূলক ভাবে সাধারণ হার্ডড্রাইভ থেকে কতটা দ্রুত গতি সম্পন্ন হয়ে থাকেঃ যখন গতির কথা আসে তখন এসএসডি (SSD) এর গতিই বেশি থাকে। সবথেকে ভাল গতির পরিমাপক হচ্ছে প্রতি সেকেন্ডর ইনপুট ও আউটপুট পর্যবেক্ষণ করা (IOPS) । সবথেকে জনপ্রিয় ধরনের spinning হার্ডড্রাইভ এ ব্যবহৃত হয় 7.2K SATA, 10K SAS এবং 15K SAS। এখানে K দ্বারা প্রতি মিনিট এর রেভেলুসান এর হার বুঝায়। অর্থাৎ 7.2K spins 7,200/বার, প্রতি মিনিটে; 15K spins 15,000/বার, প্রতি মিনিটে। SATA দ্বারা Serial Advanced Technology Attachment এবং SAS দ্বারা Serial Attached SCSI (SCSI stands for Small Computer System Interface) বুঝায়।
ডিস্ক স্পেস কেন গুরুত্বপূর্ণঃ আপনার ওয়েবসাইট এর দ্রুত গতি প্রদানের জন্য ডিস্ক স্পেস অতি গুরুত্বপূর্ণ। এর মানে যখন মানুষ আপনার ওয়েব সাইটে প্রবেশ করবে, আপনি যদি দ্রুত গতির ডাটাবেজ ব্যবহার করেন তাহলে ওয়েব পেজ অতি দ্রুত তাদের সামনে উপস্থাপিত হবে।
এর ফলে আপনার ওয়েবসাইটে ভিজিটকারীরা ভাল অভিজ্ঞতা অর্জন করবে। আসলে আপনার সাইট এর গতি প্রদানের ক্ষেত্রে অনেক উপাদান কাজ করে। কিন্তু সবথেকে বিশ্বাসযোগ্য ও সহজ উপায় হচ্ছে এসএসডি (SSD) হোস্টিং ব্যবহার করা।
কিন্তু একটি দ্রুত গতির সাইট এর নিশ্চয়তা শুধু একটি হোস্টিং এর উপর নির্ভর করে না। গুগলের search algorithm আরও অনেক বিষয় পরিসংখ্যান পূর্বক এটা নিশ্চিত করে যে আপনার সাইট এর গতি এবং রাঙ্ক কেমন হতে পারে। যদি আপনার সাইট এর গতি আগে থেকেই দ্রুত হয়ে থাকে তাহলে আপনার রাঙ্ক এবং আরও ভিজিটর আনতে সাহায্য করবে। এটি হতে পারে আপনার অন্যতম সহায়ক।
XeonBD কি এসএসডি (SSD) হোস্টিং প্রদান করে?
হ্যাঁ XeonBD এসএসডি (SSD) হোস্টিং প্রদান করে। XeonBD SSD হোস্টিং এর আওতায় আছে Shared SSD Hosting, SSD Reseller Hosting এবং SSD VPS Hosting Server প্লান। XeonBD তে আমরা দুইটি ডাটা সেন্টার এর মাধ্যমে সেবা প্রদান করি (বাংলাদেশী এবং ইউ.এস.এ ডাটা সেন্টার)।
XeonBD কি কি ধরনের SSD ব্যবহার করেঃ
XeonBD সেবা প্রদানের জন্য এসএসডি (SSD) হোস্টিং এর স্বয়ংসম্পূর্ণ ডাটা সেন্টার ব্যবহার করে থাকে। ক্রমবর্ধমান চাহিদা এবং সবাধুনিক সেবা প্রদানের জন্য এসএসডি (SSD) হোস্টিং আলাদাভাবে গঠন করা।
এই এসএসডি (SSD) গুলো স্বল্পমূল্যের ল্যাপটপ ও ডেস্কটপে পরিচালনায় সক্ষম।
কেন এসএসডি (SSD) বেশি ব্যয়বহুল হয়ে থাকে?
এসএসডি (SSD) প্রযুক্তিগত দিক থেকে SATA এবং SAS থেকে অনেক বেশি দ্রুতগতির এবং সর্বাধুনিক, এটা এর ব্যয়বহুলতার অন্যতম কারন।
আরেকটি কারন হতে পারে আয়তন। উদাহরন স্বরূপঃ 3.5 inch 7.2K SATA ড্রাইভে 8TB পর্যন্ত স্পেস বরাদ্দ হতে পারে, যদিও 1 থেকে 3TB রেঞ্জ এর মধ্যই দেখা যায়। অন্যদিক এ 240GB থেকে 480GB এর জন্য এসএসডি (SSD) এর সেই একি পরিমান জায়গার প্রয়োজন হয়।
এসএসডি (SSD) ব্যবহার করতে কি পরিমান বিদ্যুৎশক্তি ব্যবহৃত হয়? এসএসডি (SSD) ড্রাইভে আরেকটি সুবিধা হল কম বিদ্যুৎ শক্তি ব্যবহার। মূলত এটি SATA এবং SAS তুলনায় ২০%-৩০% কম বিদ্যুৎ ব্যয় করে। সাধারণ ড্রাইভ থেকে এটি কম তাপ নির্গমন করে। তাই এটির তাপমাত্রা নিয়ন্ত্রণে কম শক্তি ব্যয় করতে হয়ঞ্জজ্ঞ
আসলেই কি এসএসডি (SSD) বেশি গ্রহণযোগ্য? এসএসডি (SSD) হোস্টিং এর গ্রহণযোগ্যতা অন্যান্য সাধারণ ড্রাইভ থেকে অবশ্যই বেশি কারন অন্য গুনাবলির সাথে এতে কোন যন্ত্রাংশ নেই। সাধারণ ড্রাইভ গুলতে আলাদা কিছু যন্ত্রাংশ থাকে যা কিনা দ্রুত অপসারন ও দৈনন্দিন ব্যবহারের জন্য অসুবিধাজনক।